শনিবার, ০১ এপ্রিল ২০২৩
প্রকাশিত: শনিবার, মার্চ ১৮, ২০২৩
ফেনী জেলা প্রতিনিধি:
নতুন কমিটি পেল ফেনী জেলা কৃষক দল। ১৮ মার্চ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল স্বাক্ষরিত কমিটিতে ফেনী সদর উপজেলা বিএনপির বর্তমান সদস্য ও সাবেক উপদেষ্ঠা, কাজিরবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও কাজিরবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফেনী চেম্বার অব কমার্সের সাবেক সহ-সভাপতি, ফেনী শহর ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং কাজিরবাগ হাজ্বী দোস্ত মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জসিম উদ্দিন কে সভাপতি ও ফেনী জেলা বিএনপির সদস্য, সোনাগাজী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শামসুদ্দিন খোকন কে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অপরাপর সদস্যরা হলেন মনির আহমদ বাচ্চু সিনিয়র সহ-সভাপতি, মো: আবুল হোসেন আবু সহ-সভাপতি, এডভোকেট রবিউল হক ফরহাদ যুগ্ম সাধারণ সম্পাদক, ফারুক উল্লাহ মুরাদ সাংগঠনিক সম্পাদক প্রমুখ।