মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

ফেনীতে মোটর সাইকেল দুর্ঘটনায় বাঁশখালীর আইনজীবী নিহত

প্রকাশিত: বৃহস্পতিবার, এপ্রিল ২২, ২০২১

বাঁশখালী: বিদেশ যাত্রী ভাইকে বিমানে তুলে দিয়ে নিজের মোটর সাইকেলে ঢাকা থেকে বাঁশখালী ফেরার পথে ফেনী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সড়কের ফেনী মহিপাল এলাকায় আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ৫ টার সময় অন্য একটি গাড়ী মোটর সাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মুহাম্মদ মহিউদ্দিন (৩১)। তিনি বাঁশখালীর সাধনপুরের বৈলগাঁও গ্রামের মরহুম বদি আহমদের কনিষ্ঠ ছেলে। নিহত মহিউদ্দিন চট্টগ্রাম জজকোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, লকডাউনের কারণে নিজের মোটর সাইকেলে ঢাকা গিয়ে গত পরশু চাচাতো ভাইকে দুবাই ও গতকাল আপন ভাই আবু সুফিয়ানকে ঢাকা এয়ারপোর্টে বিমানে তুলে দেন মহিউদ্দিন। তাদের বিদায় দিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে চলে গেলেন পরপারে।

আগামীকাল বাদে জুমা পূর্ব বৈলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানাযা শেষে নিহতের লাশ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বলে নিহতের স্বজন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সালাহউদ্দিন সাকিব জানিয়েছেন।

সর্বশেষ