শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রকাশিত: শনিবার, এপ্রিল ১৭, ২০২১
ফটিকছড়ি উপজেলায় কথা কাটাকাটির জের ধরে বাবুল (৩৬) নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে।
শনিবার দুপুরে নাজিরহাট বাজারের সিটি সেন্টারের সামবে এ ঘটনা ঘটে।
আহত বাবুল হাটহাজারী উপজেলার গুমান মর্দন এলাকার বালুখালীর ইলিয়াসের পুত্র।
জানা যায়, নাজির হাট বাজারে বাবুলেরর সাথে স্থানীয় যুবক সাকিবের সাথে মোবাইলের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে সাকিব বাবুলকে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
এদিকে ঘটনার এক ঘন্টা পর অভিযুক্ত সাকিবকে আটক করে পুলিশি হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। সাকিব স্থানীয় আবু তৈয়ব ড্রাইভারের পুত্র।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, অভিযুক্ত যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে হস্তান্তর করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জনগণ এ রকম সচেতন হলে কোনো অপরাধী পার পাবে না।