বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
প্রকাশিত: রবিবার, মে ২৩, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট, ফটিকছড়ি :
ফটিকছড়ি উপজেলায় অবৈধ কাঠ পাচারকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের নারায়ণ হাট সদর বিট কর্মকর্তা পল্লব কুমার সাহা। রোববার ভোরে এ ঘটনা ঘটে।
নারায়ণহাট রেঞ্জ কর্মকর্তা সুরজিৎ দাস জানান, ভোর রাতের দিকে একদল কাঠ পাচারকারী সংরক্ষিত বনের বনজ সম্পদ কেটে পাচার করার সময় সদর বিট কর্মকর্তা পল্লব কুমার সাহা খবর পান। এরপর তাদের ধরতে অভিযানে যান তিনি।
এই সময় কাঠ পাচারে বাধা এবং অবৈধ কাঠ জব্দ করতে গেলে সংঘবদ্ধ কাঠ পাচারকারীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এই হামলায় ঘটনায় পল্লব কুমার সাহা মাথায় গুরুতর আঘাত পান।
তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী।