রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত: শনিবার, মে ২২, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট, ফটিকছড়ি:
ফটিকছড়িতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মিজানুর রহমান বাবু (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আজিমপুর দারুচ্ছালাম মাদ্রাসা সংলগ্ন বজল মেম্বারের বাড়ীতে আম পাড়তে গাছে উঠলে পা পিছলে গাছ থেকে পড়ে মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয় বাবু।
তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ( চমেক) পাঠিয়ে দেন।
চমেক থেকে নিহতের মামা আবুল কালাম উন্নত চিকিৎসার জন্য গত ২১মে শুক্রবার চট্টগ্রাম নগরীর সার্জিস্কোপ হাসপাতালে তাকে ভর্তি করায়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বাবু উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের আধার মানিক এলাকার মৃত আবু তাহেরের ছেলে।
সে দীর্ঘ দিন ধরে তার নানা বাড়ি সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর গ্রামের ইমান আলীর বাড়িতে বসবাস করে আসছিল। বাবু আজিমপুর দারুছালাম মাদ্রাসার হেফজখানার ছাত্র।
সে ১৩ পারা কোরআন হাফেজ ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।