বুধবার, ১০ অগাস্ট ২০২২
প্রকাশিত: শনিবার, জুলাই ২৩, ২০২২
হামিদুন নেছা খানম
প্রাথমিকের শিক্ষিকারা
যেনো মায়ের মত,
শিশুর শ্রেণি হতে সবার
যত্ন করে শত।
হাতে ধরে লেখা শেখান
কোনো ধমক ছাড়া,
কান্না করলে কোনো শিশু
শান্ত করেন তারা।
খেলায় খেলায় কিছু সময়
কাটায় শিশুর সাথে,
লাগে যেনো শিশুর ভালো
হাতটা ধরে হাতে।
ধীরে ধীরে শিশুগুলির
মুখে হাসি ফিরে,
বিকশিত হয় যে তারা
প্রাথমিকের নীড়ে।
সমান চোখে দেখেন তারা
যত শিশু আছে,
ধনী গরিব ভেদাভেদটা
নাইতো তাদের কাছে।
প্রাথমিকে ভালো করে
পেলে শিক্ষার আলো,
সকল শিশুর শিক্ষার জগৎ
গড়ে অনেক ভালো।
আছেন যত অভিভাবক
প্রাথমিকের তরে,
সবাই যেন শিক্ষিকাদের
শ্রদ্ধা জ্ঞাপন করে।
যাদের হাতে উঠবে গড়ে
শিশুর স্বপ্ন আশা,
তাদের প্রতি থাকে যেন
খাঁটি ভালোবাসা।