বুধবার, ৩১ মে ২০২৩

প্রধানমন্ত্রীর উপহার পেল রাঙামাটির ৪’শত পরিবার

প্রকাশিত: বৃহস্পতিবার, মে ৬, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট, রাঙামাটি:

পার্বত্য জেলা রাঙামাটিতে করোনায় ক্ষতিগ্রস্থ ৪’শত পরিবার পেলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। বৃহস্পতিবার সকালে রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে এই উপহার বিতরণ করেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এই সময় উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুন জোহরা উপমাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, বৈশ্বিক এই মহামারীতে আপনাদের পাশে প্রধানমন্ত্রী আছেন। তার প্রেরিত উপহার আপনাদের হাতে তুলে দিচ্ছি। আপনাদের কাছে আহবান সকলে মাস্ক পড়বেন, সরকারি নির্দেশনা মেনে চলবেন।

প্রধানমন্ত্রীর উপহারে প্রতি পরিবার পেয়েছেন নগদ ৫’শত টাকা করে।

সর্বশেষ