বুধবার, ৩১ মে ২০২৩
প্রকাশিত: রবিবার, মে ৯, ২০২১
প্রেস বিজ্ঞপ্তি:
সরকারের পাশাপাশি প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রোববার নগরীর লালখান বাজার শহীদনগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলালের ব্যবস্থাপনায় ফয়সাল মাহমুদ শিমুল ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী পরিবারের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আ্হবায়ক ফরিদ মাহমুদ, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ দেলোয়ার, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন হাজারী, লালখান বাজার জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক গোলাম নেওয়াজ বাবুল, সংরক্ষিত কাউন্সিলর আঞ্জুমান আরা, ডি.ডি.আর.সি নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সাজ্জাদ, মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সুরুত কুমার চৌধুরী, দেলোয়ার হোসেন দেলু, সৈয়দ শওকত হোসেন, তপন সিংহ, ফয়সাল মাহমুদ শিমুল ফাউন্ডেশনের মীর হোসেন সোহেল, জাহেদুল ইসলাম মজুমদার, মহানগর বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি শেখ মহিউদ্দিন বাবু, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান রুমি, ওয়ার্ড যুবলীগের নেতা আহমেদ হাসান জুয়েল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদ রানা, আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান, আল আমিন হোসেন।