বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

‘প্রজেক্ট লাইফ কেয়ার এখন বন্দরনগরী চট্টগ্রামে’

প্রকাশিত: বুধবার, সেপ্টেম্বর ১৩, ২০২৩

নগর নিউজ ডেস্ক

মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক অলাভজনক প্রতিষ্ঠান মেন্টাল হেলথ কেয়ার গত ১১ই সেপ্টেম্বর রোজ সোমবার প্রথমবারের মতো চট্টগ্রামে অফলাইনে একটি কর্মশালার আয়োজন করে। চট্টগ্রামের স্বনামধন্য বিদ্যালয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে উক্ত কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়।

কর্মশালাটিতে অত্র বিদ্যালয়ের সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণির প্রায় ৫০০ জন শিক্ষার্থী দুই শিফটে অংশ নেয় এবং এটি সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন মেন্টাল হেলথ কেয়ারের ১৫ জন স্বেচ্ছাসেবক। ইভেন্টটির প্রধান বক্তা ও প্রশিক্ষক ছিলেন মেন্টাল হেলথ কেয়ারের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান কাশফিয়া কাওসার মীম। কর্মশালাটি উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রাতঃ বিভাগের গণিত বিভাগের সিনিয়র শিক্ষক জাফর আহমদ,বাংলা বিভাগের শিক্ষিকা কাশেফা খানম, ইংরেজি বিভাগের শিক্ষক এনামুল হক সহ আরও অনেক সম্মানিত শিক্ষকমণ্ডলী। আরও ছিলেন দিবা বিভাগের গণিত বিভাগের শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম,বাংলা বিভাগের শিক্ষক মাহাবুব আলাম,ইউসুফ মিয়া সহ প্রমুখ।

কর্মশালাটিতে প্রশিক্ষণ দেওয়া হ্য় মানসিক স্বাস্থ্য কী, কীভাবে এর যত্ন নিতে হয়, আত্নহত্যা প্রবণতার কারণ, কেন আত্নহত্যা সংঘটিত হয়, কীভাবে তা প্রতিরোধ করা যায় ইত্যাদি সচেতনতামূলক বিষয়ে। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মেন্টাল হেলথ কেয়ারের প্রধান কাশফিয়া কাওসার মীম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আত্মহত্যা কোন মানসিক ব্যাধি নয়। আত্মহত্যা প্রতিরোধযোগ্য, আমরা চাইলেই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি।”

ইভেন্টের প্রধান অতিথি,চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন,”বর্তমান সমাজে আত্মহত্যা প্রকট আকারে ছড়িয়ে পড়ছে, এমন সময়ে মেন্টাল হেলথ কেয়ারের কার্যক্রম সমপযোগী এবং প্রশংসার দাবিদার।” এছাড়াও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে মানসিক স্বাস্থ্যের যোগসূত্র নিয়েও আলোচনা করেন।

কর্মশালা শেষে শিক্ষার্থীদের অনুভূতি জানতে চাইলে অষ্টম শ্রেণির ছাত্র পূর্ণ মজুমদার জানান, ” এরকম অভিজ্ঞতা পূর্বে কখনো হয়নি। আজকের সেশন থেকে অনেক কিছু জানতে ও শিখতে পেরেছি। সামনে এমন আরও উদ্যোগ গ্রহণের আশা পোষণ করছি।” অপর এক শিক্ষার্থী বলেন,”আজকে আত্মহত্যা প্রতিরোধ ও এর বিভিন্ন দিক সম্পর্কে জানতে পেরেছি। আরও জানলাম আত্মহত্যা কোন সমাধান নয়। নিজেকে ভালোবাসা এবং নিজেকে ভালো রাখার মাধ্যমে আমরা পারি আত্মহত্যাকে রুখে দাঁড়াতে।”

এবারের সেশনের স্লোগান ছিল-

” জীবনকে হ্যাঁ বলি,
আত্মহত্যাকে না বলি।”

১৩ থেকে ১৯ বছর বয়সী কিশোর- কিশোরীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়ার মহান ব্রত নিয়ে ২৫ জুন, ২০২০ সালে যাত্রা শুরু হয় মেন্টাল হেলথ কেয়ারের। বর্তমানে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামসহ বাংলাদেশের ৫টি জেলায় বেশ দক্ষতার সাথে কাজ করছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে প্রজেক্ট লাইফ কেয়ারের অধীনে প্রায় ৩৫০০ এর অধিক শিক্ষার্থীকে মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সরাসরি প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া বিভিন্ন সময়ে অনলাইনে বিভিন্ন সেশন গ্রহণের মাধ্যমে মেন্টাল হেলথ কেয়ার তাদের কার্যক্রমকে সফলতার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে।
১০ই সেপ্টেম্বর বিশ্ব আত্নহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে মেন্টাল হেলথ কেয়ার এক সপ্তাহব্যাপী নানা আয়োজন করে। এর মধ্যে ছিল মেন্টাল হেলথ কেয়ারের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে বিভিন্ন ইনফোগ্রাফি ও কন্টেন্ট শেয়ার, অনলাইনে সেশন গ্রহণ ইত্যাদি। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে কর্মশালার আয়োজন ছিল উক্ত আয়োজনের একটি অংশ, যেখানে শিক্ষার্থীদেরকে কীভাবে আত্নহত্যা মহামারীর মতো সমাজে ছড়িয়ে পড়ছে, আত্নহত্যা প্রতিরোধ বিষয়ক এবং এর সাথে সম্পর্কিত নানা প্রশিক্ষণ দেওয়া হয় এবং মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন করা হয়। ইতোমধ্যে কুমিল্লা শহরের বিভিন্ন স্কুলে সফলভাবে প্রজেক্ট লাইফ কেয়ার সম্পাদন করে মেন্টাল হেলথ কেয়ার, যার মূল উদ্দেশ্য ছিল কুমিল্লা শহরের কিশোর- কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি করা । ভবিষ্যতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আরও বিস্তৃতভাবে কিশোর -কিশোরীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উক্ত প্রতিষ্ঠানটি।

সর্বশেষ

সর্বশেষ