বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
প্রকাশিত: শনিবার, সেপ্টেম্বর ৯, ২০২৩
নগর প্রতিবেদক::
নগরীর একটি বেসরকারি কনটেইনার ডিপোতে তৈরি পোশাক রপ্তানির চালানে একটি ৫ কেজির প্যাকেটে চাল পাওয়া গেছে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে ওই ডিপো থেকে রপ্তানি চালান শুল্কায়নের সময় ওই চালের খোঁজ পান কাস্টমস কর্মকর্তারা।
চট্টগ্রাম কাস্টমসের একজন কর্মকর্তা বলেন, ওসিএল ডিপো দিয়ে ২২ কার্টনের তৈরি পোশাক ঘোষণার একটি রপ্তানির চালান রেনডম যাচাই–বাছাইয়ের সময় কর্মকর্তাদের সন্দেহের পর একটি কার্টন খুলে ৫ কেজি ওজনের এক প্যাকেট চাল পাওয়া গেছে। রাত হয়ে যাওয়ায় শনিবার পুনরায় ইনভেন্ট্রি (পণ্য মিলিয়ে দেখা) শুরু হয়েছে।
তিনি জানান, বিকেল পর্যন্ত ১১ কার্টন খোলা হয়েছে। ইনভেন্ট্রির কাজ চলমান রয়েছে। পোশাকের চালানে চাল কীভাবে এলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
সম্প্রতি তৈরি পোশাক রপ্তানির আড়ালে অর্থ পাচারের বিষয়টি তদন্ত করছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তদন্তে বেশ কিছু চালানে অর্থ পাচারের প্রমাণ মিলেছে। সর্বশেষ ১০টি চালানে প্রায় ৩০০ কোটি টাকা পাচারের প্রমাণ পায় অধিদপ্তর।