বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩
প্রকাশিত: সোমবার, এপ্রিল ১২, ২০২১
পেকুয়ায় মোঃ বাদশা নামে এক বয়স্ক লোককে তাপ্পড় মারার জের ধরে দুইপক্ষে প্রকাশ্যে লাঠি হাতে মহড়া দিয়েছে। এ ঘটনায় চৌমুহনী এলাকায় দোকান পাড়া বন্ধ করার পাশাপাশি উত্তেজনা সৃষ্টি হয়।
রবিবার বিকেলে পেকুয়া থানা সংলগ্ন চৌমুহনী স্টেশনে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে সাথে পেকুয়া থানা ঘটনাস্থলে উপস্থিত হলে লাঠি নিয়ে মহড়া দেয়া দুই পক্ষের লোকজন সরে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পেকুয়া সদর চৌমুহনীস্থ আদর্শ পাড়ার মোঃ বাদশা নামে এক বয়স্ক লোককে তুচ্ছ বিষয় নিয়ে চৌমুহনীস্থ চৌরাস্তার মোড়ে প্রকাশ্যে কয়েকটি তাপ্পড় মারেন সিকদার পাড়ার শাহাব উদ্দিনের ছেলে সাঈদীর নেতৃত্বে বেশ কয়েকজন উৎশংঙ্খল যুবক।
এ ঘটনা জানতে পেরে বাদশার পক্ষের লোকজন লাঠি নিয়ে সাঈদীর লোকজনকে ধাওয়া দিলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে সাঈদীর লোকজন ধাওয়া খেয়ে পালিয়ে যায়। পরে এসআই মিন্নাতের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বড় ধরণের সংঘর্ষ থেকে রক্ষা পায়।
আবুল কালাম নামে একজন জানান, আমার বয়স্ক পিতাকে প্রকাশ্যে মারধর করেন সাঈদী। আমরা এ ঘটনার প্রতিবাদ করতে গেলে তারা আমাদের উপর তেড়ে আসেন। যার কারণে উত্তেজনা সৃষ্টি হয়।
পেকুয়া থানার এসআই মিন্নাত বলেন, তুচ্ছ বিষয় নিয়ে দুইটি পক্ষের মাঝে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসার আগেই তারা সরে যায়।