রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

পেকুয়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার আত্মহত্যার চেষ্ঠা

প্রকাশিত: সোমবার, এপ্রিল ১২, ২০২১

পেকুয়ায় কোন ধরনের যোগাযোগ রক্ষা না করায় প্রেমিক আজু মিয়ার ঘরে গিয়ে বিষপান করে সানজিদা আক্তার (১৪) নামে এক প্রেমিকা আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।

রবিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় মগনামা ইউনিয়নের শরৎ এলাকার শফিউল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টাকারী সানজিদা আক্তার টইটং ইউনিয়নের সোনাইছড়ি রমিজ পাড়া এলাকার লোকমানের মেয়ে ও টইটং উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার পরপরেই স্থানীয়রা স্কুল ছাত্রীকে মুমর্ষ অবস্থায় উদ্ধার করে নুর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক মুজিবুর রহমান বিষপানে আত্মহত্যার চেষ্টাকারী সানজিদার অবস্থা আশঙ্খাজনক বলে জানিয়েছেন।

স্কুল ছাত্রীকে হাসপাতালে নিয়ে আসা কয়েকজন লোক জানান, বেলা ১০ দিকে এক মেয়ে আজু মিয়ার বাড়িতে গিয়ে অবস্থান নেন।

তখন স্থানীয়দের মেয়েটি বলেন, আজু মিয়ার সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে। কিছুদিন আগ থেকে যোগাযোগ বন্ধ করে দেন আজু মিয়া। টইটং থেকে মগনামায় গিয়ে প্রেমিক আজু মিয়াকে খোঁজাখুঁজি করলে বাড়ির লোকজন তার উপর ক্ষিপ্ত হয়ে বকাঝকা করেন।

একপর্যায়ে আজু মিয়ার বাড়ির ওঠানে স্কুল ছাত্রী সানজিদা বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান। এ ঘটনায় মেয়ের পরিবার কোন ধরণের বক্তব্য দিতে রাজি হননি।

সর্বশেষ