বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

পেকুয়ায় অস্ত্রসহ একজন গ্রেফতার

প্রকাশিত: মঙ্গলবার, মে ৪, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার :

কক্সবাজার জেলার পেকুয়ায় অস্ত্রসহ জাকির হোসেন (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-১৫। এসময় তার কাছ থেকে তিনটি পাইপগান, ২টি এলজি, ২ টি রামদা ও চারটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক ( মিডিয়া) আবদুল্লাহ মো. শেখ সাদী।

গ্রেফতার জাকির হোসেন উপজেলার টৈটং ইউনিয়নের কাটা পাহাড় এলাকার কবির আহমদের পুত্র।

আবদুল্লাহ মো শেখ সাদী বলেন, গোপন সংবাদে খবর পেয়ে সোমবার রাতে টৈটং বনকানন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার অফিসের আলমারির পেছন তিনটি পাইপগান, ২টি এলজি, ২ টি রামদা ও চারটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। জাকির হোসেনকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ