বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

পিছিয়ে গেল চবির ভর্তি পরীক্ষা

প্রকাশিত: রবিবার, মে ২৩, ২০২১

চবি
চবি

স্টাফ করেসপন্ডেন্ট, চবি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। যা চলবে আগামী ২০ আগস্ট থেকে শুরু হয়ে ২৭ আগস্ট পর্যন্ত।

রোববার (২৩ মে) দুপুর ৩টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান নগর নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষার তারিখ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০ আগস্ট থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।

আগামী ২২ জুন থেকে ১ জুলাই পর্যন্ত চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরিবর্তিত তারিখ অনুযায়ী পরীক্ষাগুলো হবে ২০ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত।

সর্বশেষ

সর্বশেষ