শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

পায়েলের নগদ মাত্র ৫০ হাজার!!

প্রকাশিত: শুক্রবার, এপ্রিল ৯, ২০২১


ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে বিজেপির তারকা প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন তিনি। নির্বাচন কমিশনের কাছে যে হলফনামা জমা দিয়েছেন তাতে তার বিষয়-আশয় সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেছেন তিনি।

কমিশনে জমা দেয়া হলফনামা অনুযায়ী পায়েলের হাতে নগদ টাকা রয়েছে ৫০ হাজার। এসবিআইয়ের একটি এবং এইচডিএফসির একটিসহ মোট দুই অ্যাকাউন্টে রয়েছে মোট ১ লাখ ৩২ হাজার ৯২৬ টাকা।


এছাড়াও মিউচুয়াল ফান্ডে রয়েছে ৫ লাখ ২ হাজার টাকা। আড়াই লাখ টাকার এলআইসি রয়েছে। এছাড়া আইসিআইসিআই এবং এইচডিএফসি ব্যাংকে আলাদা করে তিনটি পলিসি রয়েছে ৩২ লাখ টাকার।

হলফনামায় একটি গাড়ির কথা উল্লেখ করেছেন পায়েল। অডি এ৬১। ২০১৪ সালে গাড়িটি ১৬ লাখ টাকায় কিনেছিলেন তিনি।

পায়েলের কাছে সোনাদানা রয়েছে ৫৬ গ্রাম। এছাড়াও সোনা এবং অন্যান্য মূল্যবান জিনিস রয়েছে আড়াই লাখ টাকার। অর্থাৎ তার অস্থাবর সম্পত্তির পরিমাণ মোট ৭১ লাখ ৫৮ হাজার ৩০৭ টাকা।


পারিবারিক সূত্রে কিংবা নিজের উপার্জনে কোনো জমি তার নামে নথিভুক্ত নেই বলেই হলফনামায় জানিয়েছেন তিনি। তবে একটি ফ্ল্যাট রয়েছে তার। আনন্দপুর মাদুরদোহাতে ওই ফ্ল্যাটেই থাকেন তিনি। ২০১৫ সালে ফ্ল্যাটটি কিনেছিলেন তিনি। ১৬০০ বর্গফুটের ওই ফ্ল্যাটের ক্রয়মূল্য ছিল ১ কোটি ৩৭ লাখ ৭২ হাজার ৬৬০ টাকা। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।

২০০৩ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক পায়েলের স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪০ লাখ টাকা। আইসিআইসিআই ব্যাংক থেকে ৫৯ লাখ ৯৪ হাজার ৩৩৬ টাকার গৃহঋণ নিয়েছেন তিনি। এছাড়া আর কোনো ঋণ নেই তার।

এবারের নির্বাচনে মোট আট দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে তিন দফার ভোট শেষ হয়েছে। আগামী ২ মে এই নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

সর্বশেষ