রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত: বৃহস্পতিবার, মে ৬, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট:
নগরীর পাহাড়তলী থানার সিডিএ মোড়ে লরির ধাক্কায় হাজেরা বেগম (৮০) নামে এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ মে) দুপুর ২টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
আহত আমেনা বেগম আকবরশাহ থানার নিউ শহীদ লেনের মৃত দলিল উদ্দীনের স্ত্রী।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, লরির ধাক্কায় গুরুতর আহত বৃদ্ধাকে হাসপাতালে পাঠানো হয়েছে। লরি ও লরির ড্রাইভারকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেলে কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. আলাউদ্দীন বলেন, দুপুরে পাহাড়াতলী থানার সিডিএ মোড়ে ভিক্ষা করছিলেন হজেরা বেগম। এসময় একটি লরির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তার দুই পা কেটে ফেলতে হতে পারে। তাকে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।