শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রকাশিত: রবিবার, মে ৯, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট :
নগরীর পাহাড়তলী থানার মধ্যম সরাইপাড়ার জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
রোববার ( ৯ এপ্রিল) রাত দেড়টার টার দিকে একটি ভাড়া ঘর থেকে তাদের গ্রেফতার করে পাহাড়তলী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মো. ইসমাইল (৫৫), মো. সুজন (২৮), মো. মইনুদ্দিন (২৪) ও মো. সবুজ (৩০)।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম ও দুই হাজার একশত টাকাসহ চার জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।