মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩
প্রকাশিত: মঙ্গলবার, এপ্রিল ১৩, ২০২১
চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়শেনের সদস্যদের সহজে মানসম্পন্ন চিকিৎসা সেবা দিতে চুক্তিবদ্ধ হয়েছে পার্কভিউ হাসপাতাল।
মঙ্গলবার দুপুরে পার্কভিউ হাসপাতালের কনফারেন্স রুমে সমঝোতা চুক্তিও সাক্ষর হয়েছে।
এতে টিসিজেএ’র সভাপতি এনামুল হক ও পার্কভিউ হাসপাতালের জেনারেল হাসপাতালের তালুকদার জিয়াউর রহমান শরীফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সাক্ষর করেন।
এসময় পার্কভিউ হাসপাতাল কতৃপক্ষ এবং টিসিজেএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় টিসিজেএর সব সদস্য এবং তাদের পরিবারবর্গ পার্কভিউ হাসপাতালে চিকিৎসা ও অন্যান্য সেবাসমূহে স্পেশাল ডিসকাউন্ট ও প্যাকেজ সুবিধা দেয়া হবে।