শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রকাশিত: বৃহস্পতিবার, মে ৬, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট:
নগরীর বাকলিয়া থানার মাস্টারপুল বউ বাজার এলাকায় পারিবারিক কলহের জেরে মো. দোলোয়ার হোসেন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার জোস মোহাম্মদ বিল্ডিং এর চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
দেলোয়ার হোসেন কুমিল্লা জেলার মুরাদনগর থানার সোনাপুর এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে। তিনি দর্জির দোকানে কাজ করতেন।
দেলোয়ার হোসেনের ভাই মো.দিদার বলেন, প্রেম করে বিয়ে করেছিল দেলোয়ার হোসেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও ভাবি তার কর্মস্থলে চলে যান। পরে দেলোয়ারকে কয়েক বার ফোন করেও না পেয়ে তাাকে খুজতে বাসায় এসে দেখি সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়েছে। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক শীলব্রত বড়ুয়া বলেন, পারিবারিক কলহের জেরে ওই দর্জি গলায় ফাঁস দেন বলে জেনেছি। এ অবস্থায় সকাল পৌনে ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।