বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

পারিবারিক কলহে নোয়াখালীতে একদিনে দুইজনের আত্মহত্যা

প্রকাশিত: সোমবার, এপ্রিল ২৬, ২০২১

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার পৃথক দুইটি স্থান থেকে পুলিশ দু’জনের লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

রোববার রাত ১১টায় সেনবাগ থেকে পুলিশ সিএনজিচালিত অটোরিকশা চালক মো. পলাশের (৩৩) লাশ উদ্ধার করে।

জানা যায়, উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের পলতী মঙ্গল গ্রামের পশ্চিমপাড়ার হাশেম মিয়ার বাড়ির পলাশ পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে স্থানীয় নোয়াব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পলাশ পেশায় একজন অটোরিকশাচালক। পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী কিছু দিন আগে বাবার বাড়িতে চলে যায়। একপর্যায়ে তিনি স্বামীর বাড়িতে ফিরে আসতে অপারগতা প্রকাশ করেন। এই নিয়ে স্ত্রীর ওপর অভিমান করে রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে পলাশ বসত ঘরের একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সোমবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় পরে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে রোববার রাত সাড়ে ১০টার দিকে জেলার চাটখিল উপজেলা থেকে পুলিশ কোহিনুর আক্তার (২৫), নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে।

উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রাজ্জাকপুর ইউনিয়নের বেপারী বাড়ির ইয়াকুব হোসেন মোহনের স্ত্রী কোহিনুর আকতার পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ ঘটনায় পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করেছে।

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের স্বজনদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে।

সর্বশেষ