শনিবার, ২৫ মার্চ ২০২৩

পানছড়িতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রকাশিত: শুক্রবার, এপ্রিল ৩০, ২০২১

পানিতে ডুবে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সদর ইউনিয়নের ৪ নম্বর লতিবান পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ৩ শিশু হল- উপজেলার কারিগর পাড়ার সুমন ত্রিপুরার মেয়ে খুমবারটি ত্রিপুরা (৮) ও ছেলে আব্রাহাম ত্রিপুরা (৫) এবং তাপস কান্তি ত্রিপুরার ছেলে প্রাণটি ত্রিপুরা (৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দুলাল হোসেন।

স্থানীয় ইউপি সদস্য কিরণ লাল ত্রিপুরা জানান, সবার অজান্তে খেলার ছলে বাড়ির পাশের একটি ছড়ায় গোসল করতে নামে ওই তিন শিশু। পরিবারের সদস্যরা তাদের অনেক্ষণ খোঁজাখুঁজির পর ছড়ায় ভাসতে দেখে তিনজনকে উদ্ধার করে। দ্রুত তাদের পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন

আরো পড়ুন