শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

পাকিস্তানি জঙ্গির সাথে সম্পৃক্ত ছিল মামুনুল: হারুন অর রশিদ

প্রকাশিত: রবিবার, এপ্রিল ২৫, ২০২১

পাকিস্তানি একটি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের সম্পৃক্ত ছিল বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ( ডিসি) হারুন অর রশিদ।

রোববার রিমান্ডে থাকা হেফাজত নেতা মামুনুল হকের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, ২০০৫ সালে মামুনুল হক পাকিস্তানে যান। সেখানে পরামর্শ ও প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে বোমা হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটান। এছাড়া সরকার উৎখাতে সব ধরনের পরিকল্পনাও করেন।


তিনি আরো বলেন , পাকিস্তানে ৪০ দিন অবস্থান করেন মামুনুল হক। সেখান থেকে জঙ্গি ও উগ্রবাদী মতাদর্শ নিয়ে দেশে ফেরেন তিনি।

সর্বশেষ