শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩

পাঁচলাইশ থানা ছাত্রলীগের ইফতার বিতরণ

প্রকাশিত: মঙ্গলবার, এপ্রিল ২৭, ২০২১

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল পক্ষে অসহায় ও দুস্থ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে পাঁচলাইশ থানা ছাত্রলীগ।

পাঁচলাইশ থানা ছাত্রলীগের সভাপতি মীর জিহান আলী খান বলেন, রমজান সিয়াম সাধনার মাস। এই সময় সবার উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন রবিন বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল ক্ষুধা ও ল দারিদ্র্য মুক্ত বাংলাদেশের। আজকে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে সে স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। তাই জাতির স্বপ্নকে এগিয়ে নিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সব্যসাচী নন্দী প্রচার সম্পাদক জহিরুল ইসলাম ছাত্রলীগ নেতা ডা. আরমান উদ্দিন, মো. রায়হান, রিফাত হোসেন, পূর্ণ বড়ুয়া, শাহাদাত সজীব, রামিম, আকিল ইবনে হাবিব, মো. গিয়াস, আদনান খুরশিদ, সাফায়ত, জিকু, রাকিব, হৃদয় ইসমাম প্রমুখ।

সর্বশেষ