বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
প্রকাশিত: সোমবার, এপ্রিল ২৬, ২০২১
নগরীর পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকায় মো. রফিকুল ইসলাম (১৪) নামে এক কিশোর ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে সুলতান কলোনি এ ঘটনা ঘটে।
নিহত মো.রফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর থানার কাহেতোরা এলাকার ফিরোজ মিয়ার ছেলে।
রফিক নগরীর একটি এলমুনিয়ামের কারখানায় কাজ করতেন।
এদিকে এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ। পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো.মাসুম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, ছুরির আঘাতে আহত একজন কিশোরকে হাসপাতালে আনা হয়েছিল। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইএম/ইএ/ নগর নিউজ