শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

পরদেশী নিয়ে আসছেন সালমা

প্রকাশিত: বৃহস্পতিবার, এপ্রিল ২২, ২০২১

করোনার কারণে স্টেজ শো বন্ধ থাকায় ক্লোজআপ ওয়ান তারকা সালমা ব্যস্ত রয়েছেন ঈদের গান নিয়ে। এরমধ্যে তিনি কণ্ঠ দিয়েছেন ‘পরদেশী’ শিরোনামের একটি বিশেষ গানে। সবুজ অরণ্যর কথায় এর সুর-সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।

গানটি ভিডিও প্রকাশিত হবে সিডি প্লাসের ব্যানারে। দেখা ও শোনা যাবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলসহ বেশ ক’টি অডিও-ভিডিও শেয়ারিং মাধ্যমে।

‘পরদেশী’ প্রসঙ্গে সালমা বলেন, ‘এবার শো নিয়ে ব্যস্ততা নেই। তাই হাতে থাকা সময়টা কাজে লাগাচ্ছি। প্রচুর গান রেকর্ড করছি। এরমধ্যে ২৫টার মতো গান রেকর্ড হয়ে আছে বিভিন্ন প্রতিষ্ঠানের। ‘পরদেশী’ গানটি অন্যতম। গানটির কথা-সুর খুবই মনে লাগার মতো।’

সিডি প্লাস সূত্র জানায়, ‘পরদেশী’ গানচিত্রটি অন্তর্জালে উন্মুক্ত করা হবে রমজানের শেষ সপ্তাহে।

সর্বশেষ