মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
প্রকাশিত: বৃহস্পতিবার, এপ্রিল ২৯, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট :
নগরীর কর্ণফুলী নদীর ৯ নম্বর ঘাট এলাকায় একটি অয়েল ট্যাংকার আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে ১ শ্রমিক নিহত এবং আরও ৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস।
তাৎক্ষণিকভাবে নিহত শ্রমিকের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন- সাহাবুদ্দিন, সুফিয়ান ও মুনির।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতরা সবাই ওই ট্যাঙ্কারে কর্মরত শ্রমিক বলে তিনি জানান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, পতেঙ্গায় আগুনে দগ্ধ ৩ জনকে সকাল নয়টার দিকে হাসপাতালে আনা হয়। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।