বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

পটিয়ায় ৩শ গুলি উদ্ধার

প্রকাশিত: মঙ্গলবার, এপ্রিল ১৩, ২০২১

গুলি

পটিয়া উপজেলায় মো. জসিম ওরফে মাইকেল জসিমের বাড়ি থেকে ৩০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় তাকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১২ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার উজিরপুর গ্রামের জসিমের বাড়ি থেকে এসব গুলি উদ্ধার করা হয়।

বিয়ষটি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মাইকেল জসিমের বাড়িতে অভিযানে চালানো হয়। এ সময় পুলিশ আসার খবর পেয়ে সে পালিয়ে যায়। পরে তার বাড়ি থেকে ৩০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জসিমের নামে আটটি মাদক মামলা রয়েছে।’

সর্বশেষ

সর্বশেষ