বুধবার, ৩১ মে ২০২৩

পটিয়ায় সিএনজি উল্টে মা-মেয়ে আহত

প্রকাশিত: সোমবার, এপ্রিল ২৬, ২০২১

পটিয়ায় সিএনজি অটোরিকশা উল্টে মা ও মেয়ে গুরুতর আহত হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) সকালে সাড়ে নয়টার দিকে উপজেলার ইন্দ্রপুল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলো, পারভীন আকতার (৩০) ও তার মেয়ে নিশি আকতার (৭)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, পটিয়া বাইপাস এলাকায় সিএনজি অটোরিকশা উল্টে মা ও মেয়ে গুরুতর আহত হয়। তাদের আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে মায়ের অবস্থা গুরুতর। বর্তমানে তারা চিকিৎসাধীন আছে।

সর্বশেষ