বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

পটিয়া-লোহাগাড়ায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: রবিবার, জুলাই ২৩, ২০২৩

নগর প্রতিবেদক::

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা, জেলা বিএনপির সদস্য ও পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, জেলা বিএনপির সদস্য ও পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সদস্য ও পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন, জেলা বিএনপির সদস্য সলিম উদ্দীন খোকন চৌধুরী সহ পটিয়া উপজেলা /পৌরসভা ও লোহাগড়া উপজেলা বিএনপির ৫০ জন নেতাকর্মীদের বিরুদ্ধে পটিয়া ও লোহাগাড়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনাম।

আজ রবিবার (২৩ জুলাই) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এই অবৈধ সরকারের পতনের ঘন্টা বেজে গেছে বুঝতে পেরে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে এক দফা দাবী বাস্তবায়নকে বাঁধাগ্রস্ত করার অপঃকৌশলে লিপ্ত হয়েছে। তারা দেউলিয়া হয়ে হামলা মামলা নির্যাতন করে গদি টিকে রাখার অপচেষ্টা করছে। কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে জনগনের কাছ থেকে দুরে সরানো যাবে না।

নেতৃবৃন্দ বলেন, ১৫ বছর ধরে জনগনের রক্ত চুষে খাওয়া অবৈধ সরকার ২০১৮ সালের নিশি রাতের নির্বাচনের মত আরেকটি নির্বাচন করার পায়তারা করার জন্যই বিএনপি নেতাকর্মীদের গনতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করার মানসে রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা গায়েবি মামলা দায়েরে ব্যস্ত হয়ে পড়েছে। তাদের দূর্ণীতি, লুঠ, খুন, গুম আর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আজ সারা বিশ্বের কাছে আয়নার মত পরিস্কার হয়ে গেছে। দেশের শান্তিপ্রিয় দেশপ্রেমিক জনগন চাই একটি নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু তারা চাই জোর করে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে। পুরো দেশটাকে আজ কারাগারে রূপান্তরিত করে রেখেছে। কিন্তু জনগণ এখন রাজপথে নেমে গেছে। অচিরেই দেশের জনগণ জগদ্দল পাথর থেকে মুক্তি পাবে।

নেতৃবৃন্দ অবিলম্বে রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারের দাবী জানান।

সর্বশেষ

সর্বশেষ