বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
প্রকাশিত: সোমবার, সেপ্টেম্বর ১১, ২০২৩
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এর আওতায় ৭ ক্যাটাগরিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষাক, শিক্ষিকা, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ট প্রধান শিক্ষিকা, শ্রেষ্ট কাব শিক্ষক, শ্রেষ্ট প্রাথমিক বিদ্যালয় এবং শ্রেষ্ট এসএমসি বিদ্যালয়ের নাম ঘোষণা করে তালিকা প্রকাশ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। ১০ সেপ্টেম্বর (রবিবার) পটিয়া উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা দেবাশিস বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে এ তালিকা প্রকাশিত হয়।
প্রকাশিত তালিকা সূত্রে জানা যায়, এবার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন পটিয়া পৌর সদরের মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পল্লব দাশ, শ্রেষ্ট সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ছনহরা ইউনিয়নের চাটরা নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মনি পুরোহিত, শ্রেষ্ট প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন নলান্ধা কাশেমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল, শ্রেষ্ট প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন বাহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোরশেদা আকতার, শ্রেষ্ট কাব (স্কাউট) শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন কোলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিমকি রক্ষিত, শ্রেষ্ট প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছেন কেলিশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শ্রেষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটি নির্বাচিত হয়েছেন সুচক্রদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পটিয়া উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ও যাচাই বাছাই কমিটির সচিব দেবাশিস বিশ্বাস বলেন, উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অধিক যোগ্য , দক্ষ ও মেধাবীদের মধ্যে যিনি শিখন শিখানোর কার্যক্রমে অগ্রগতির পাশা-পাশি সামাজিক যোগাযোগ, মননশীলতা, সৃজনশীলতা ও ব্যক্তি চরিত্রে শ্রেষ্ঠত্বের অধিকারীর ভিত্তিতে তাদেরকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকা হিসেবে যাচাই-বাছাই কমিটির সদস্যরা বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে নির্বাচিত করেছেন।
উপজেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হওয়া নলান্ধা কাশেমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাব বিজ্ঞানের উপর এমকম করা মোহাম্মদ হেলাল বলেন, আমি ২০০০ সালে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে শিক্ষকতা জীবনে পদার্পন করেছি। এরপর ২০০৬ সালে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেয়ে আজ অবদি দায়িত্ব পালন করে যাচ্ছি। আমাকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ট প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করায় উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, মূল্যায়ন কমিটির সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
শ্রেষ্ট প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়া বাহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পদার্থ বিজ্ঞানের উপর এমএসসি করা মোরশেদা আকতার বলেন, ২০০৮ সালে সহকারী শিক্ষিকা পদে চাকরিতে যোগদানের পর ২০০৯ সালে আমি প্রধান শিক্ষিকার পদে পদোন্নতি পেয়ে সততা দক্ষতা ও নিষ্টার সহিত দায়িত্ব পালন করে আসছি। আমাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে ২০২৩ সালে মনোনীত করায় উপজেলা প্রশাসন উপজেলা শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি মনে করি এর মাধ্যমে আমার দায়িত্ব আরো বৃদ্ধি পেয়েছে।