শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩

নোয়াখালীতে ছাত্রলীগের সাবেক দুই নেতাকে কুপিয়ে জখম

প্রকাশিত: বৃহস্পতিবার, মে ২৭, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট, নোয়াখালী:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। গতকাল বুধবার রাত সোয়া ১০টার দিকে বসুরহাট বাজারের নুর ম্যানশন এলাকার একটি ওষুধের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

জখম হওয়া ওই দুই নেতা হলেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দুল হক ওরফে কচি (৪২) ও চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন ওরফে লিটন (৪৩)। তাঁরা দুজনে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হামলাকারীরা বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী। এর আগে ২০ মে একই ব্যক্তির অনুসারীরা জায়দল হকের দোকানে ঢুকে তাঁকে মারধর করেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনে মাহবুবুর রশিদ অভিযোগ করেন, গতকাল বিকেলে উপজেলার চরহাজারী ইউনিয়নের আবু মাঝিরহাট বাজারের কাছে একটি কর্মসূচি পালন শেষে জায়দুল ও আনোয়ার বসুরহাটে আসেন। এ সময় পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তাঁদের ওপর হামলা চালায় কাদের মির্জার অনুসারীরা। আহত অবস্থায় জায়দুল ও আনোয়ারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযোগের বিষয়ে জানার জন্য আবদুল কাদের মির্জার মুঠোফোনে ফোন দিলে তাঁর অনুসারী স্বপন মাহমুদ ফোন ধরেন। তিনি বলেন, কাদের মির্জা একটি বৈঠকে আছেন। হামলার বিষয়ে স্বপন বলেন, গতকাল সন্ধ্যা থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের অনুসারীরা বাজারে মহড়া দেন। এ সময় তাঁরা কাদের মির্জার কয়েকজন অনুসারীকে মারধর করেছেন। একপর্যায়ে ছাত্রলীগের সাবেক ওই দুই নেতার ওপর হামলার ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক বলেন, কাদের মির্জার অনুসারী মো. রাজু নামের একজন গত মঙ্গলবার কারাগার থেকে জামিনে বের হন। গতকাল রাত সোয়া ১০টার দিকে রাজুর নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল ছাত্রলীগের সাবেক নেতা জায়দল হক ও আনোয়ারের ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, কাদের মির্জার অনুসারীদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি, বরং কাদের মির্জার অনুসারীদের হামলায় প্রতিপক্ষের দুজনসহ তিনজন আহত হয়েছেন। এ হামলার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

বাংলাদেশ সময় ০৮.০২ পিএম,
নগর নিউজ/এসটি/ ইএ/ ২৭ মে ২০২১

সর্বশেষ