বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

নিষিদ্ধের দাবির মুখে হেফাজত বিলুপ্ত করল বাবুনগরী

প্রকাশিত: রবিবার, এপ্রিল ২৫, ২০২১

হেফাজতে ইসলাম বাংলাদেশকে নিষিদ্ধ করার দাবিতে নানামুখি চাপের পর স্ব-উদ্যোগে নিজেদের বিলুপ্ত ঘোষণা করলেন দলটির আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।

রোববার এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।


বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী, হেফাজত নেতৃবৃন্দ ও তৌহিদী জনতা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অরাজনৈতিক দ্বীনি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের পরামর্শক্রমে বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হইল।

একটি আহবায়ক কমিটির মাধ্যমে হেফাজতে ইসলামের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে, ইনশাআল্লাহ।

এদিকে হেফাজতে ইসলামের নতুন কমিটিতে কোন রাজনৈতিক দলের নেতাকে দলে রাখার দাবি জানিয়েছেন কওমী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

সর্বশেষ

সর্বশেষ