শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রকাশিত: মঙ্গলবার, মে ৪, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট, বান্দরবান
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৩০ লাখ টাকার ইয়াবাসহ আয়াতুল্লাহ (৩২) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩ মে) বিকাল ৩টায় রামুর গর্জনিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আয়াতুল্লাহ উপজেলার সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি এলাকার মোস্তাক আহাম্মদের ছেলে।
মঙ্গলবার (৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শাহ আব্দুল আজিজ আহমেদ।
তিনি বলেন, সীমান্ত দিয়ে ইয়াবা আসার খবর পেয়ে অভিযানে যায় বিজিবি। এ সময় ইয়াবাসহ এক যুবককে হাতেনাতে আটক করা হয়। আটক যুবককে রামু থানায় হস্তান্তর করা হয়েছে। তবে অভিযানের সময় তার সাথে থাকা আরও দুই ইয়াবা কারবারি পালিয়ে গেছে।