বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

নাইক্ষ‍্যংছড়িতে বিশ্ব তামাক মুক্ত দিবসে আলোচনা সভা

প্রকাশিত: বুধবার, মে ৩১, ২০২৩

নাইক্ষ‍্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি::

নাইক্ষ্যংছড়িতে বিশ্ব তামাক মুক্ত দিবস-২৩ উপলক্ষে আলোচনা সভা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট -২০২৩ আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস-২৩ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট -২০২৩ আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মার সভাপতিত্বে উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি সহকারী কমিশনার ভূমি শামসুদ্দিন মোঃ রেজা, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দোছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইমরান, ঘুমধুম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ, নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদু সাত্তার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ শিমুল প্রমূখ।

সর্বশেষ

সর্বশেষ