বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

নবগঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলকে শুভেচ্ছা জানিয়ে সাতকানিয়ায় স্বাগত র‍্যালি

প্রকাশিত: বুধবার, সেপ্টেম্বর ১৩, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি::

নবগঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটিতে রবিউল হোসেন রবিকে আহবায়ক, কামরুদ্দিন সবুজকে সদস্য সচিব ও মোহাম্মদ ফিরোজকে সিনিয়র যুগ্ম আহবায়ক নির্বাচিত করায় ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খাঁন ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানিয়ে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কে সাতকানিয়া উপজেলা, পৌরসভা ,কলেজ ও উত্তর সাতকানিয়ায় ছাত্রদলের স্বাগত র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সাগরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন।

প্রধান বক্তা ছিলেন নবগঠিত জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফিরোজ।

এসময় প্রধান অথিতি মোহাম্মদ মহসীন বলেন, সৈরচারের পতন ,গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা না করে ছাত্রদলের ঘরে ফিরবে না।

প্রধান বক্তার বক্তব্যে মোহাম্মদ ফিরোজ বলেন, ছাত্রদল মৃত্যু উপত্যকায় দাড়িয়ে মুক্তির স্লোগান দেয়া সংগঠন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে চলমান প্রতিটি আন্দোলন সংগ্রামে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী রাজপথে ত্যাগ স্বিকার করার শপথ নিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা আহবায়ক কমিটির সিনিয়র সদস্য জিসান আহমেদ, রিয়াদ হোসেন, সাতকানিয়া কলেজ ছাত্রদলের সিঃ যুগ্ম আহবায়ক জাবেদ খাঁন, তামিম, রাশেদ রাহী, মফিজ, মিনহাজ, আরফাতসহ উপজেলা ,পৌরসভা ,কলেজ ও উত্তর সাতকানিয়া ছাত্রদলের নেতৃবৃন্দ।

সর্বশেষ

সর্বশেষ