বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
প্রকাশিত: রবিবার, এপ্রিল ২৫, ২০২১
চট্টগ্রাম জেলা প্রশাসনের ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন স্থানে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করে সরকার ঘোষিত বিধিনিষেধ সফল করার লক্ষ্যে। রোববার নগরীর বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানা নগরীর হালিশহর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় বিভিন্ন দোকান ও শপিং মলে দোকান মালিক সমিতি ও সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা প্রদান করেন। এসময় সচেতনতার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষে মাস্ক বিতরণ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ পতেঙ্গা ইপিজেড ও বন্দর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা কালে দুইটি মামলায় ৭শ’ টাকা অর্থদণ্ড আদায় করেন। সচেতনতার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা নগরীর পাচঁলাইশ, বাকলিয়া ও চকবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা কালে চারটি মামলায় ৩শ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং মাস্ক বিতরণ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান চান্দগাঁও ও বাকলিয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় জনসাধারণ ও ব্যবসায়ীদের সরকারি আদেশ মেনে চলার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন এবং জেলা প্রশাসনের পক্ষে মাস্ক বিতরণ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী নগরীর ইপিজেড ও বন্দর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় চারটি মামলায় ২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন এবং স্বাস্থ্য বিধি মেনে চলার ব্যাপারে জনসাধারণ ও ব্যবসায়ীদের সচেতন করেন। এছাড়াও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুক নগরীর নিউমার্কেট, রিয়াজুদ্দিন বাজার ও বিভিন্ন শপিং মলে মোবাইল কোর্ট পরিচালনা করার সময় তিনটি মামলায় ৫শ’ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং সরকারি আদেশ মেনে চলার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা পাঁচলাইশ ও চকবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় দুইটি মামলা দায়ের করে ৭শ টাকা অর্থদণ্ড আদায় করেন। এছাড়াও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন বায়েজিদ ও চান্দগাও এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় সাধারণ মানুষ কে স্বাস্থ্য বিধি মেনে চলতে নির্দেশনা প্রদান করেন এবং জেলা প্রশাসন, চট্টগ্রামের পক্ষ হইতে মাস্ক বিতরণ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ নগরীর খুলশী বায়েজিদ ও চান্দগাও এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় দুইটি মামলায় ৯শ’ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং সচেতনতার পাশাপাশি মাস্ক বিতরণ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন নগরীর কোতোয়ালি সদরঘাট ও ডবলমুরিং এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় সাধারণ মানুষ কে স্বাস্থ্য বিধি মেনে চলতে নির্দেশনা প্রদান করেন এবং মাস্ক বিতরণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন নগরীর খুলশী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় চারটি মামলায় ২৫০ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং মাস্ক বিতরণ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ নগরীর সিআরবি ও কাজির দেউড়ী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি মামলায় ৮শ’ টাকা অর্থদণ্ড আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন পাহাড়তলী ও আকবরশাহ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় তিনটি মামলায় ১ হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং জেলা প্রশাসনের পক্ষ হইতে মাস্ক বিতরণ করেন।