সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত: শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩
হাটহাজারী থানার আলোচিত ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোহাম্মদ রুবেলকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-৭।
শনিবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার।
মোহাম্মদ রুবেল, নগরের বায়েজিদ বোস্তামী থানার উত্তর কুলগাঁও এলাকার মৃত সোলেমানের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার অভিযান চালিয়ে মোহাম্মদ রুবেলকে গ্রেফতার করা হয়।
তিনি ধর্ষণ মামলার আসামি। গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।