বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

ধর্ম ব্যবসায়ীদের হাতে ক্ষমতা কুক্ষিগত হলে এদেশ আফগানিস্তানে পরিণত হবে : হাসিনা মহিউদ্দিন

প্রকাশিত: রবিবার, জুলাই ২৩, ২০২৩

নগর প্রতিবেদক::

চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেন, ধার্মিকতা অবশ্যই ভালো। আমরা সাধারণ মানুষ ধর্ম ভীরু। ধর্মকে তারা অন্তর থেকে ধারণ করেন। কিন্তু ধর্ম ব্যবসায়ীরা ধর্মের অপব্যবহার করে ধর্মকে ব্যবহার করে। তারা নারীর অধিকারকে হরণ করে। আমরা আফগানিস্তানের দিকে তাকালে দেখতে পাই সেখানে নারীর সব ধরণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাদের লেখাপড়া করতে দেওয়া হয় না। এমনকি কোনো চাকরীও করতে দেওয়া হয় না। কোনো কারণে ধর্ম ব্যবসায়ীরা যদি ক্ষমতা কুক্ষিগত করে আমাদের অবস্থাও হবে আফগানিস্তানের মতো ভয়াবহ।

আজ রোববার বিকেলে ২৫নং রামপুর ওয়ার্ডে চট্টগ্রাম-১০ উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে মহিলা সমাবেশ ও গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকায় নারীর ক্ষমতায়ন ও অংশীদারিত্ব সুদৃঢ় হবে। তাই এই আসনের উপ নির্বাচনে নারী সমাজের স্বার্থেই নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।

ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের জেনিফার আলমের সভাপতিত্বে ও ফিরোজা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন খোকা, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নীলু নাগ, ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আবুল কাশেম, যুগ্ম আহ্বায়ক দিলদার খান দিলু, কাউন্সিলর আব্দুর সবুর লিটন।

সর্বশেষ

সর্বশেষ