মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩
প্রকাশিত: মঙ্গলবার, এপ্রিল ২০, ২০২১
টিকার দ্বিতীয় ডোজ নিয়েও করোনাক্রান্ত হয়েছেন চিত্রনায়ক আলমগীর।
মঙ্গলবার (২০ এপ্রিল) ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তার স্ত্রী কণ্ঠশিল্পী রুনা লায়লা।
গত ১৪ ফেব্রুয়ারি করোনা টিকার প্রথম ডোজ নেন এই তারকা দম্পতি। মাত্র তিনদিন আগে ১৭ এপ্রিল টিকার দ্বিতীয় ডোজ নেন তারা। তারপরও আলমগীরের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।
নিজের পোস্টে রুনা লায়লা জানান, একটি স্থানীয় হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসকসহ নার্স ও হাসপাতালের স্টাফরা তার ভালো দেখা শুনা করছেন। তার স্পিরিট ভালো এবং তিনি সুস্থ আছেন। পুরোপুরি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান তিনি।
এদিকে, বিশেষজ্ঞদের মতে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর তা কার্যকর হতে তিন সপ্তাহ সময় লাগে। আলমগীর সে সময় পাননি।