বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

দেড়শর পর তামিমের বিদায়

প্রকাশিত: বুধবার, এপ্রিল ২১, ২০২১

শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে পাল্লেকেলেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে দুর্দান্ত জুটি গড়ে শক্ত অবস্থান গড়েন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। ১ উইকেট হারিয়ে ১০৬ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ দল। মধ্যাহ্ন বিরতির পর আবারও ব্যাটিংয়ে নেমে দারুণ এগুচ্ছিল টাইগাররা। ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশত তুলে নিয়েছিলেন তরুণ নাজমুল হোসেন শান্ত। তামিম ইকবাল এগুচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু অচমকা এক ভুল শটে ৯০ রানে সেঞ্চুরি মিসের হতাশা নিয়ে ফিরেছেন তামিম।

এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৫২ রান। উইকেটে আছেন নাজমুল হোসেন শান্ত (৫২) ও মুমিনুল হক সৌরভ (০)।

ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাইফকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে অভিজ্ঞ তামিম ঠিকই হাল ধরে দলকে চাপমুক্ত করেন। আর ব্যাট ছোটান রানের দিকে। ১৯তম ওভারের প্রথম বলে পূর্ণ করেন ব্যক্তিগত অর্ধশতক। টেস্টে এটি তামিমের ২৯তম অর্ধশতক। নামের পাশে আছে ৯টি শতকও।

এর আগে চলতি বছরে ঘরের মাঠে দুটি টেস্ট খেলেন তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রান আসে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে ৫০। এর আগের বছর অর্থাৎ ২০২০ সালে দুটি টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন তামিম।

আর দেশের বাইরে টেস্টে সর্বোচ্চ শেষে অর্ধশতক হাঁকিয়েছিলেন ২০১৯ সালে নিউজিল্যান্ড। বেসিন রিজার্ভে কিউইদের বিপক্ষে ১১৪ বলে ৭৪ রানের ইনিংস খেলেছিলেন দেশসেরা এই ব্যাটসম্যান। আর এর ঠিক বছর দুই পরে এসে বিদেশের মাটিতে অর্ধশতকের দেখা পেলেন তামিম।

অর্ধশতকটিকে শতকে রুপ দেওয়ার ভালো সুযোগ ছিল। কিন্তু বিশ্ব ফার্নান্দোর গুড লেংথের একটি বলে অচমকা শট খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দেন তামিম। ১০১ বলে ৯০ রানে আউট হয়েছেন বাংলাদেশি তারকা। তার ইনিংসে চারের মার ১৫টি, ছক্কা নেই।

সর্বশেষ

সর্বশেষ