বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

দেড়শ জনের মাঝে ইফতার নিয়ে ফেইসবুক গ্রুপ Grow Up Fun

প্রকাশিত: বুধবার, এপ্রিল ২৮, ২০২১

করোনাকালীন সময়ে অসহায় কর্মহীন মানুষদের মাঝে যে যার মতো এগিয়ে আসছেন। সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করছেন সবাই। তবে চোখে পড়ার মতো উপস্থিতি দেখা গেছে তরুণদের। তরুণরা এখন সামাজিক কাজে এগিয়ে আসছে সবচেয়ে বেশি।

মঙ্গলবার নগরীর সিআরবি এলাকায় ১৫০ জন পথচারীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ‘Grow Up Fun’ নামে একটি ফেইসবুক গ্রুপ।

নিজেদের জমানো টাকায় এ গ্রুপের মেম্বাররা ইফতার সামগ্রী নিয়ে হাজির হন সিআরবি এলাকার পথচারীদের মাঝে।

এসময় উপস্থিত ছিলেন গ্রুপের সদস্য আবদুল হান্নান রায়হান, রেজাউল হক, নোহান, আবদুল রহিম রকি, জেসি আকতার জুমা, উর্মি আক্তার, কবির চৌধুরী মুন্না, তাসলিমা আক্তার, তাজওয়ার, টুম্পা আক্তার, ইমন, আরজু, বিজয় দাশ।

সর্বশেষ

সর্বশেষ