সোমবার, ২৭ মার্চ ২০২৩
প্রকাশিত: বৃহস্পতিবার, এপ্রিল ২৯, ২০২১
প্রেস বিজ্ঞপ্তি
নগরীর দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বৃহস্পতিবার বিকালে আন্দরকিল্লাস্থ সমবায় কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ইফতার বিতরণ অনুষ্ঠানে ২০০ রোজাদারদেরকে ইফতার বিতরণ করা হয়।
মো. হায়াত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে দেওয়ানবাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, নগর আওয়ামী লীগ সদস্য বেলাল আহমদ, নগর আওয়ামী লীগ নেতা রায়হান ইউসুফ, ওয়াহিদুল আলম শিমুল, আবদুর রশিদ লোকমান, ইকবাল বাহার চৌধুরী, সাব্বির সাদিক, নগর ছাত্রলীগের সহসম্পাদক শৈবাল দাশসহ সংশ্লিষ্ট নেতাকর্মী উপস্থিত ছিলেন।