বুধবার, ৩১ মে ২০২৩
প্রকাশিত: বৃহস্পতিবার, মে ২৭, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট:
ঘূর্ণিঝড় ইয়াসের কারণে দুদিন বন্ধ থাকার পর দেশের অভ্যন্তরীণ রুটে দুই ইঞ্জিনের দূরপাল্লার লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে সরকার। আরও জানা গেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এক ইঞ্জিনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
ঘূর্ণিঝড়টি উপকূল থেকে ভারতের দিকে চলে যাওয়ায় বৃহস্পতিবার (২৭ মে) এ অনুমতি আসে।
সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান।
তিনি বলেন, দুই ইঞ্জিনবিশিষ্ট দূরপাল্লার লঞ্চ সতর্কতার সঙ্গে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এক ইঞ্জিনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
করোনা পরিস্থিতিতে সাত সপ্তাহ যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকার পর গত সোমবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে আবার চলাচল শুরু হয়েছিল। এর একদিনের মাথায় মঙ্গলবার বিকেলে ইয়াসের কারণে আবার বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ সময় ০৭. ৩১ পিএম,
নগর নিউজ/ ইএ/ ২৭ মে ২০২১