শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

দূর্যোগে অসহায়দের পাশে দাঁড়ানো ঈমানী দায়িত্ব: আ.জ.ম নাছির উদ্দীন

প্রকাশিত: বৃহস্পতিবার, মে ৬, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট :

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউনের কারণে সমাজের নিম্ন ও প্রান্তিক শ্রেণীর জনগোষ্ঠির দুর্ভোগ বেড়েছে। জনমানুষের সেবায় সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। তবুও সরকারের সাথে একাত্ম হয়ে সমাজের বিত্তবানদেরকে মানবিক দায়িত্ব নিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়ানো ঈমানী দায়িত্ব।

বৃহষ্পতিবার ৮ নং শুলকবহর ওয়ার্ডস্থ নাসিরাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আলফালাহ গলি যুবলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মহানগর যুবলীগ নেতা তাজ উদ্দিনের সভাপতিত্বে ইফতার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর মোর্শেদ আলম চৌধুরী, বেলাল আহমেদ, আনোয়ার হাফিজ, ওয়াহিদুল আলম শিমুল, আনিসুর রহমান প্রমুখ।

সর্বশেষ