বুধবার, ৩১ মে ২০২৩
প্রকাশিত: মঙ্গলবার, মে ২৫, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট :
দুর্দান্ত শুরু করেছিলেন তামিম ইকবাল। কিন্তু দুষ্মান্ত চামিরার দুর্দান্ত বোলিংয়ে এক ওভারেই সাজঘরে ফেরেন তামিম-সাকিব। সে ধাক্কা কিছুটা সামলে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন লিটন দাস ও মুশফিকুর রহিম। তবে দলীয় ফিফটি না হতে ফিরে গেলেন লিটনও।
টাইগার ইনিংসের প্রথম ওভারেই আসে ১৫ রান। সে রানেই দুই উইকেট হারায় দল। তারপর ধীর গতিতে ব্যাটিং করে যাচ্ছিলেন লিটন-মুশফিক। কিছুটা সামলে নিয়ে ব্যাট চালিয়েছেন
পাওয়ার প্লে শেষে স্কোর ছিল ৪৪-২। তারপরের ওভারে আসে ৫ রান। তবে দ্বাদশ ওভারের প্রথম বলেই আউট হন লিটন। সান্দাকেন করা প্রথম বলটি ছিল অনেকটা শর্ট ও বাইরে। কিন্তু ব্যাট চালিয়ে পিছনে পয়েন্টে থাকা হাসারাঙ্গার মুঠোবন্দি হন লিটন।
প্রথম ম্যাচে শূন্য রান করেও ওপেনিং কম্বিনেশনে টিকে গেছেন লিটন। তবে এ ম্যাচেও করতে পারেননি ভালো কিছু। তার ব্যাট থেকে এসেছে ৪২ বলে ২৫ রান।
১২ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৫২-৩। মাঠে আছেন মুশফিকুর রহিম ও মোসাদ্দেক হোসেন।
বাংলাদেশ সময় ০২. ৪৫ পিএম
নগর নিউজ/ইএ/ ২৪ মে ২০২১