শনিবার, ০১ এপ্রিল ২০২৩
প্রকাশিত: বুধবার, জানুয়ারী ১৮, ২০২৩
ফেনী প্রতিনিধি:
ঐতিহ্যবাহী দাগনভূঞা প্রেসক্লাবের ২০২৩ সালের ঐক্যবদ্ধ কমিটি বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে গঠিত হয়েছে। কমিটিতে দৈনিক মানবজমিনের দাগনভূঞা প্রতিনিধি নূরুল আলম খাঁনকে সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার দাগনভূঞা প্রতিনিধি এমাম হোসেন এমামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মিজানুর রহমান (দৈনিক খবরপত্র), সহ-সভাপতি কাজী ইফতেখারুল আলম (দৈনিক আমাদের সময়), সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন দৈনিক আমাদের নতুন সময়), সহ-সাধারণ সম্পাদক নাজমুল হোসেন (সাপ্তাহিক ফেনীর শক্তি), কোষাধক্ষ্য মোহাম্মদ হোসেন দৈনিক স্বাধীন মত), আমির হোসেন বিজয় (দপ্তর ও প্রচার সম্পাদক (দৈনিক বাংলাদেশের খবর), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক নিমাই চন্দ্র মজুমদার (দৈনিক খোলা কাগজ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক এ.টি.এম আজহারুল ইসলাম (দৈনিক ফেনীর সময়)।
কার্য নির্বাহী সদস্য মোঃ ইয়াসীন সুমন (দৈনিক ইনকিলাব), এম.এ.তাহের পন্ডিত (দৈনিক সংগ্রাম), সিরাজ উদ্দিন দুলাল ( দৈনিক ভোরের কাগজ), ইমাম হাছান কচি (দৈনিক সমকাল), মোঃ আলমগীর ননী (দৈনিক যায়যায়দিন), মোঃ ইয়াছিন করিম রনি (দ্য নিউ নেশন), এম.এম.রহমান সোহেল (দৈনিক মানবকন্ঠ), আহমেদ হিমেল (দৈনিক স্বাধীন বাংলা) ও মোঃ ইউছুফ আল হারুনী (দৈনিক বাংলাদেশ সময়)।