সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

দলীয় মনোনয়ন ফরম নিলেন সাইফুজ্জামান চৌধুরী

প্রকাশিত: সোমবার, নভেম্বর ২০, ২০২৩

নগর প্রতিবেদক :

চট্টগ্রাম -১৩ (আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা) থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী।

এ সময় ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদ্ওয়ানুল করিম চৌধুরী সায়েম, কর্ণফুলী উপজেলা আ. লীগের সভাপতি ফারুক চৌধুরী, আনোয়ারা আ. লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস.এম আলমগীর চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরীসহ আনোয়ারা কর্ণফুলীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত শনিবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা, যা চলবে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত।

সর্বশেষ