শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

দক্ষিণ জেলা বিএনপির দোয়া মাহফিল

প্রকাশিত: রবিবার, এপ্রিল ৪, ২০২১


বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা, সারাদেশে মৃত্যু বরণ করা নেতাকর্মী ও দেশবাসীর রুহের মাগফিরাত কামনা, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, এডভোকেট আহমদ আজম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন খান সোহেল সহ সারাদেশের নেতা-কর্মী ও দেশের মানুষ যারা অসুস্থ অবস্থায় আছেন তাঁদের সুস্থতা কামনায় বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাদে জোহর হযরত শাহ্ আমানত (রহ.) এর মাজার সংলগ্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লায়ন হেলাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শহীদুল আলম শহীদ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রাহী, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাসান চৌধুরী, আবুল কালাম আবু, সরওয়ার উদ্দিন, এড. তৌহিদুল আলম মাসুদ, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দিল মোহাম্মদ মঞ্জু প্রমুখ।

দোয়া ও বিশেষ মুনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুল করিম ও হযরত শাহ্ আমানত (রহ.) এর মাজার মসজিদের খতিব সাহেব।

সর্বশেষ