শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু ২৪ এপ্রিল

প্রকাশিত: বুধবার, এপ্রিল ২১, ২০২১

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১২ জুন অনুষ্ঠিত হবে। সমন্বিত পদ্ধতির এই ভর্তি পরীক্ষার জন্য আবেদন শুরু হবে ২৪ এপ্রিল।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ২৪ এপ্রিল সকাল ৯টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণ শুরু হবে। আবেদন ৮ মে বিকেল ৫টায় শেষ হবে। এরপর ২ জুন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষার্থীদের অটোপাস দেওয়ায় ভর্তি আবেদনে কিছু পরিবর্তন আনা হয়েছে।

প্রকৌশল সমন্বিত ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভাপতি এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বলেন, আমরা যোগ্য শিক্ষার্থীদেরই এসব প্রতিষ্ঠানে পড়বার সুযোগ করে দিতে চাই। এজন্য ভর্তি প্রক্রিয়ায় বেশ পরিবর্তন আনা হয়েছে। এমনভাবে শিক্ষার্থীদের এবার বাছাই করা হবে, যেখানে মেধাবীদের বাদ পড়ার কোনো সুযোগই থাকবে না।

সর্বশেষ