বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩
প্রকাশিত: বৃহস্পতিবার, মে ৬, ২০২১
হ ম আজাদ
ভয়ে কুণ্ঠা নই আমি বীর যোদ্ধা
অদৃষ্টে লিখা আছে যা।
মাহান আল্লাহ লিখে দিয়েছেন
যা তকদিরে হবে তা।
আল্লাহর নামে রণ ময়দানে
যুদ্ধ দামামা বেজেছে।
আল্লাহর নামে প্রতিরোধ যোদ্ধা
রণ সজ্জায় সেজেছে।
আমি অকুতোভয়ে লড়ে যাচ্ছি
যদিও হয় মরণ।
আমৃত্যু লড়ে যাবো দেশের তরে
এই করেছি পণ।
যাচ্ছে চলে অনেক বীর যোদ্ধারা
না ফেরার ঐ দেশে।
শেষ বিচারে হাসর ময়দানে
থাকবে বীরের বেশে।
কখনো যদি পান করি মৃত্যুর
অমিয় সুধা ভাই।
মসজিদের পাশে কবর দিও
অভিলাষ রেখে যাই ।
সেথা থেকে কোরআনমজিদ ও
আজানের মিষ্টি সুর।
অতৃপ্ত আত্মা আমার তৃপ্ত হবে
শুনে সুর সুমধুর।